০২ শত্রু
রকি পর্বতের শিকারী বাডি বিয়ে করে ফেলল সিওক্সের সুন্দরী যুবতী চিনুককে। আর তারপর নির্জন এক প্রান্তে তাদের সুখের বাসা বাঁধতে গিয়ে শুরু হল একের পর এক সমস্যার সূত্রপাত। শেষ পর্যন্ত তাদের কি হল?
11th January, 2023 7:42 PM
Comments
#1
দাদা, একটা কথা বলার ছিল, বলবো বলবো করেও বলা হচ্ছিল না - সেটা হল ৪৫ নং পৃষ্ঠার পর ৪৬ নং পৃষ্ঠা না হয়ে ৪৭ নং পৃষ্ঠা হয়ে গেছে, আর ৪৬ নং পৃষ্ঠা সবার শেষে চলে গেছে। এই পৃষ্ঠাগুলো যদি ঠিক করে দেন খুব ভালো হয়।
আর সাথে দৈনিক পড়ার লিমিট টা যদি একটু বাড়ানো যায় একটু দেখবেন।
2nd October, 2023 10:55 AM
#2
পৃষ্ঠার গরমিলটা আগে খেয়াল করিনি, ভুলটি ধরিয়ে দেবার জন্য অজস্র ধন্যবাদ। আপনি কমিকসটা আরও একবার ডাউনলোড করার চেষ্টা করুন। যদি ডাউনলোড না হয়, আমাকে জানাবেন, বিকল্প ব্যবস্থা করা যায় কিনা দেখব। আপাতত দৈনিক পড়ার লিমিট বাড়াচ্ছি না। আরও কিছু কন্টেন্ট যোগ করি, তারপর এটা বাড়িয়ে দেবো।
2nd October, 2023 1:03 PM
#3
না দাদা, ডাউনলোড হচ্ছে না। ধন্যবাদ আপানকেও এত তাড়াতাড়ি উত্তর দেওয়ার জন্য।
2nd October, 2023 8:56 AM